জামালপুরে আরও ৩ জনসহ মোট ১১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
ইয়ামিন মিয়া- জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: সোমবার ১৩ই এপ্রিল ২০২০ ১০:০১ অপরাহ্ন
জামালপুরে আরও ৩ জনসহ মোট ১১ জন করোনায় আক্রান্ত

জামালপুরে উপসহকারী চিকিৎসা কর্মকর্তাসহ আরও তিন জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১ জন করোনা ভাইরাস শনাক্ত হলো। সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জামালপুর জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় জানানো হয়েছে সরিষাবাড়ী হাসপাতালের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা(৩০),মাদারগঞ্জ হাসপাতালের গাড়ি চালক(২৮) ও ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছরের এক শিশুর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

করোনা শনাক্ত ৩ জনকেই জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হবে। তিনি আরও জানান, মোট জেলার ১১ জন শনাক্ত তার মধ্যে মেলান্দহে ২, মাদারগঞ্জে ২, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ২, ইসলামপুরে ২ ও সরিষাবাড়ীতে ১জন করে। এবং মোট হোম কোয়ারান্টাইনে আছেন ৭৮৭জন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব