নরসিংদীর মনোহরদীতে একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়ার সংবাদ পাওয়া গেছে।করোনা আক্রান্ত তিনি উপজেলা শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী গ্রামের কফিলউদ্দীন মাস্টার।সোমবার মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
ডাঃ রাশেদুল হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, গত ১১ এপ্রিল ওই ব্যক্তি শরীরে জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার রিপোর্ট আসে যে তিনি করোনা ভাইরাস পজেটিভ।এর পরই তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।তার পরিবারের অন্য সদস্যেরও নমুনা সংগ্রহ করা হবে।
তিনি আরো বলেন,এ পর্যন্ত ২২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট আসার পর একজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন,করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।