দেশে কমিউনিটি টান্সমিশন শুরু হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই এপ্রিল ২০২০ ০৩:৫৬ অপরাহ্ন
দেশে কমিউনিটি টান্সমিশন শুরু হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কমিনিউনিটি টান্সমিশন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ, মিররপুর, বাসাবো বেশি সংক্রমিত হচ্ছে। মানুষ এখনো লকডাউন মেনে চলছেন না করোনাভাইরাসের মূলমন্ত্র হলো ঘরে থাকা ও পরীক্ষা করা। তিনি আরো বলেন, অনেক ডাক্তার ও নার্স, সশস্ত্র বাহিনীর সদস্য ও প্রশাসনের ব্যক্তিরা সংক্রমিত হয়েছেন। চিকিৎসক, নার্সরা কোভিড যোদ্ধা। তাদেরকে ধন্যবাদ জানাই।

এদিকে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব