প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১৯:৫৭
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আরও ১৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮০৩ জনে। এ ছাড়া এ সময়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। সুস্থ হয়েছেন তিনজন।সোমবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য তুলে ধরেন স্বাথ্যমন্ত্রী জাহিদ মালেক।গতকাল একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯। আজ তা ছাড়িয়ে দুইশোর কাছাকাছি চলে গেল। করোনার এ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।