টাঙ্গাইলে ভূঞাপুর,মধুপুর ও নাগরপুর উপজেলায় নতুন করে আরও পাঁচ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এনিয়ে এ জেলায় ৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হল। নতুন আক্রান্তের মধ্যে ভুঞাপুরে ৩ জন, মধুপুরে ১ জন, নাগরপুরে ১ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ জানান,রোববার সকালে ৯টি নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৩টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের সাফলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবিনা আক্তার জানান, আমরা রবিবার সকালে ৯টি নমুনা পাঠিয়েছি। তার মধ্যে ১টি করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা। ওই এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।নাগরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, গত শনিবার ৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১টি পজেটিভ হয়েছে। আক্রান্ত ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা (২০)। ওই এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে।এর আগে, জেলার মির্জাপুর ও ঘাটাইলে দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এ কারণে ওই দু'টি এলাকার ১৫০ টি পরিবার লকডাউন ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।