প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১৭:৫০
করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের টানবাজার ও চাষাঢ়া এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে শহরের টানবাজার এলাকার সুজন সাহা ও রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার বাসিন্দা কালিপদ সাহা মারা যান।
পরে শনিবার দিনগত রাত ১টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। রবিবার সকালে মৃতদেহ থেকে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর শহরের নতুন পালপাড়ার রিপন ভাওয়ালের নেতৃত্বে সেচ্ছাসেবক টিম ঘটনাস্থলে এসে নিয়ম মেনে মৃতের মরদেহ সৎকারের জন্য নারায়ণগঞ্জ শ্মশানে নিয়ে যায়। এসময় নাসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।