নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৩ই এপ্রিল ২০২০ ১১:৫০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের টানবাজার ও চাষাঢ়া এলাকায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে শহরের টানবাজার এলাকার সুজন সাহা ও রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার বাসিন্দা কালিপদ সাহা মারা যান।

 স্থানীয় সূত্রে জানা গেছে, গার্মেন্টসের কর্মকর্তা সুজন সাহা শহরের টানবাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা খোকন ঘোষালের ভবনের ৬ তলার ফ্ল্যাটে থাকতেন। তার বাবার নাম শংকর সাহা। তিনি গত ৩-৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। শনিবার রাতে তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে অন্যান্য উপসর্গ না থাকায় তাকে বাসায় নিয়ে যেতে বলা হয়।

পরে শনিবার দিনগত রাত ১টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। রবিবার সকালে মৃতদেহ থেকে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর শহরের নতুন পালপাড়ার রিপন ভাওয়ালের নেতৃত্বে সেচ্ছাসেবক টিম ঘটনাস্থলে এসে নিয়ম মেনে মৃতের মরদেহ সৎকারের জন্য নারায়ণগঞ্জ শ্মশানে নিয়ে যায়। এসময় নাসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল মার্কেটের সাবিত্রী ফার্মেসির মালিক কালিপদ সাহা কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডায় ভুগছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি লাংসের সমস্যায়ও ভুগছিলেন। তিনি চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার বাবুল পোদ্দারের বাড়িতে ভাড়া থাকতেন। রবিাবার সকালে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। স্থানীয়রা জানান, মৃতa কালিপদ সাহা করোনায় আক্রান্ত কিনা সেটা রিপোর্ট আসার পরে জানা যাবে। তবে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়েছে। 

 
ইনিউজ ৭১/ জি.হা