প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১৫:৫০
টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন উপজেলার পাঁচজনের মধ্যে করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতজনে।রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।ডা. ওয়াহীদুজ্জামান বলেন, নতুন করে তিন জেলায় পাঁচজনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ভূঞাপুর উপজেলার বাগবাড়ি ইউনিয়নের জিগাতলা গ্রামে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।
ইনিউজ ৭১/ জি.হা