বগুড়ায় শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না
বগুড়ার শিবগঞ্জে শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তার মরদেহ থেকে নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। সোমবার দুপুরে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়ে নমুনা পরীক্ষার ফলাফল পৌঁছে। এদিকে নমুনা পরীক্ষার ফলাফল জানার পর ওই এলাকায় ঘোষিত লকডাউন প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। মৃত ব্যক্তির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
গত শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামে মারা যান মাসুদ রানা। তার মৃত্যুর পর এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশেপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠান। এছাড়াও আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তিকে সংক্রমক ব্যাধি আইন অনুযায়ী দাফন করে স্থানীয় প্রশাসন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মৃত ব্যক্তির দেহে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব মেলেনি।
শিবগঞ্জ ইউএনও আলমগীর কবীর বলেন, ওই বাড়িসহ পার্শ্ববর্তী ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছিল। আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার ফলাফল জানার পর সোমবার দুপুরে ওই এলাকার লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।