নড়াইলে নতুন ৫২ জনসহ হোম কোয়ারেন্টাইনে মধ্যে ৪১৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩০শে মার্চ ২০২০ ০৯:৫৮ পূর্বাহ্ন
নড়াইলে নতুন ৫২ জনসহ হোম কোয়ারেন্টাইনে মধ্যে ৪১৩ জন

নড়াইল জেলার তিনটি উপজেলায় নতুন ৫২ জনসহ মোট ৪১৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে রবিবার সকাল পর্যন্ত সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৫২জন নতুন করে হোম কোয়ারেন্টিনে এসেছেন। এদের মধ্যে সদরে ৬ জন, লোহাগড়ায় ১৫ জন ও কালিয়ায় ৩১ জন। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি জানান, নড়াইল সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন জানান, মোট ৪১৩ জনের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৮২ জন, লোহাগড়া উপজেলায় ৬১ জন এবং কালিয়া উপজেলায় ১৭০ জন।

শনিবার সকাল পর্যন্ত নতুন ১৮ জন সহ এ পযর্ন্ত মোট ১০৮ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। এদিকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী শহর ও গ্রামাঞ্চলে টহল চালিয়ে যাচ্ছেন এছাড়া নড়াইল পৌরসভা বিভিন্ন রাস্তা জীবানুনাষক দিয়ে পরিস্কার করছে এবং একই সাথে ভেঙ্গু মোকাবেলার জন্য আগাম মশানিধন কার্যক্রম পরিচালনা করছে। এদিকে করোনার ভয়ে নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেকটাই রোগীশূন্য হয়ে পড়েছে।

ইনিউজ ৭১/ জি.হা