টেকনাফে পাঁচ কাঠুরিয়া অপহরণ, মুক্তিপণ দাবি দুর্বৃত্তদের

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন
টেকনাফে পাঁচ কাঠুরিয়া অপহরণ, মুক্তিপণ দাবি দুর্বৃত্তদের

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে অপহৃত পাঁচ কাঠুরিয়া ২৪ ঘণ্টা পরও মুক্তি পায়নি। দুর্বৃত্তরা তাদের ছেড়ে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।


বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী। তিনি জানান, অপহরণের পর মুক্তিপণের জন্য স্বজনদের ফোন করা হলেও বৃহস্পতিবার সকাল থেকে দুর্বৃত্তদের নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।


বুধবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া ও বাইন্ন্যা পাড়ার ১৫ জন কাঠুরিয়া স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। দুপুরের দিকে স্থানীয় চাকমাপাড়া সংলগ্ন পূর্ব পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ১০ জনকে ছেড়ে দিলেও মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), মোহাম্মদ ইসা (২৮), ইউসুফ উল্লাহ (৩০) ও মো. আবুইয়াকে (২০) অপহরণ করে নিয়ে যায় তারা।


অপহৃত কাইফ উল্লাহর বাবা মোহাম্মদ হাসান জানান, বুধবার রাতে মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা জনপ্রতি এক লাখ করে মোট পাঁচ লাখ টাকা দাবি করেছে। মুক্তিপণ না দিলে অপহৃতদের হত্যার হুমকিও দেওয়া হয়।


স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বলেন, "ঘটনার একদিন পার হলেও এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। রাতেই স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সকাল থেকে অপহরণকারীদের ফোন নম্বর বন্ধ রয়েছে।"


টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনা জানার পর থেকেই পুলিশ অপহৃতদের উদ্ধারে পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তবে মুক্তিপণ দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি পুলিশ।


কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফ থেকে ২১৯ জন এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮৭ জন অপহরণের শিকার হয়েছেন। এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।


অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।