বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের একুশে পদকের জন্য ১৫ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তালিকা প্রকাশ করেন।
এবারের একুশে পদকের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন আজিজুর রহমান (মরণোত্তর) চলচ্চিত্রে, উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) সংগীতে, ফেরদৌস আরা সংগীতে, নাসির আলী মামুন আলোকচিত্রে, রোকেয়া সুলতানা চিত্রকলায়, মাহফুজ উল্লা (মরণোত্তর) সাংবাদিকতায়, মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রে, ড. শহীদুল আলম সংস্কৃতি ও শিক্ষায়, ড. নিয়াজ জামান শিক্ষায়, মেহেদী হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তিতে, মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) সমাজসেবায়, হেলাল হাফিজ (মরণোত্তর) ভাষা ও সাহিত্যে, শহীদুল জহির (মরণোত্তর) ভাষা ও সাহিত্যে এবং মঈদুল হাসান গবেষণায়।
এছাড়া ক্রীড়া বিভাগে সম্মানজনক এই পুরস্কার পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
প্রতি বছর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার এই পুরস্কার দিয়ে থাকে। পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকার চেক দেওয়া হবে।
একুশে পদক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, যা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। এবারের মনোনয়নে শিল্প, সাহিত্য, গবেষণা, সাংবাদিকতা ও ক্রীড়াসহ বিভিন্ন খাতের উল্লেখযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ তাদের কর্মজীবনে অসামান্য অবদান রেখে গেছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন মরণোত্তর পুরস্কারে ভূষিত হয়েছেন। সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখা এসব ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানোর বিষয়টি প্রশংসনীয় বলে মনে করেন বিশ্লেষকরা।
একুশে পদক প্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০ ফেব্রুয়ারি পদক প্রদান করা হবে বলে জানা গেছে। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।