
প্রকাশ: ৬ নভেম্বর ২০১৯, ০:৮

রোজই ঘটে একই কাণ্ড৷ সূর্য যখন মাথার ওপর ওঠে৷ ঠিক তখনই ধীরে ধীরে হেঁটে এসে, সোজা দোকানে ঢুকে পড়ে গো-মাতা! কাউকে একটুও বিরক্ত করে না৷ বরং সোজা দোকানে ঢুকে সাদা চাদরের বিছানায়, ফ্যানের নিচে সটাং হয়ে শুয়ে পড়ে! তারপর? কে এল, কে গেল, খেয়াল নেই৷ ‘গো-মাতা’ তখন দুপুর ঘুমে ব্যস্ত৷

ইনিউজ ৭১/টি.টি. রাকিব