রোজই ঘটে একই কাণ্ড৷ সূর্য যখন মাথার ওপর ওঠে৷ ঠিক তখনই ধীরে ধীরে হেঁটে এসে, সোজা দোকানে ঢুকে পড়ে গো-মাতা! কাউকে একটুও বিরক্ত করে না৷ বরং সোজা দোকানে ঢুকে সাদা চাদরের বিছানায়, ফ্যানের নিচে সটাং হয়ে শুয়ে পড়ে! তারপর? কে এল, কে গেল, খেয়াল নেই৷ ‘গো-মাতা’ তখন দুপুর ঘুমে ব্যস্ত৷
প্রায় ৬ মাস ধরে ঠিক এরকমটিই ঘটেছে চলেছে হায়দরাবাদের মাইদুকুরের সাঁইরাম কাপড়ের দোকানে৷ প্রত্যেকদিন একই সময়ই নাকি হাজির হয় গরুটি৷ কিছুক্ষণ শুয়ে থাকে, তারপর নিজে থেকেই চলে যান৷ অবাক কাণ্ড এটাই যে, যতক্ষণ গরুটি দোকানে থাকে, তখন না মূত্র, না পটি! কোনটাই করে না৷
দোকানের মালিকের কথায়, প্রথম প্রথম ভয় লাগত৷ ভাবতাম, গরুটির জন্য ক্রেতারা আসবে তো? তবে ৬ মাস কেটে গিয়েছে, কোনও অসুবিধা হয়নি৷ ক্রেতাদের কোনো ডিস্টার্ব করে না সে। নিজের মতোই শুয়ে থাকে৷ তাই আমরাও আর বাধা দিই না৷ এই ঘটনার পর থেকেই এই অতিথি গো-মাতাকে রীতিমতো পুজো করেন দোকানের মালিক ও কর্মচারীরা৷ তার আরামের কথা মাথায় রেখে সদা ব্যস্ত দোকানের লোকজন৷
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।