দুই মুখবিশিষ্ট মাছ দেখেছেন? ভাবছেন এও কী সম্ভব! কত সৃষ্টি রহস্যই তো লুকিয়ে আছে বিচিত্র এই দুনিয়ায়। সম্প্রতি দুই মুখের এক অদ্ভুতদর্শন মাছের ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। শুক্রবার নিউইয়র্কের চ্যাম্পলেন লেকে ডেবি গেডেস নামের এক নারী গিয়েছিলেন স্বামীর সাথে ঘুরতে। সেখানেই অদ্ভুত চেহারার এই মাছটির সাক্ষাত পান তারা।
বিস্মিত গেডেস বলেন, আমরা যখন নৌকায় উঠলাম তখন মাছটাকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না! দু’টি মুখ! মাছটি খুব স্বাস্থ্যবান! ডেবি জানিয়েছেন যে তিনি এবং তার স্বামী কয়েকটি ছবি তুলে তারপর হ্রদে মাছটিকে ছেড়ে দেন। মাছের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছে ‘নটি বয় ফিশিং’ (Knotty Boys Fishing) নামের স্থানীয় একটি মাছ ধরার দল। এরপর এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
অদ্ভূতদর্শন এই মাছ সম্পর্কে একাধিক তত্ত্বও পাওয়া যাচ্ছে। একজন জীববিজ্ঞানীর মন্তব্য, আমি মনে করি এটি একটি বিকৃতি। মাছটির ভ্রূণগত কোনো সমস্যা হয়েছে। আবার লেক চ্যাম্পলেনে বসবাসকারী এক ব্যক্তি পৌরাণিক দৈত্যের কথা উল্লেখ করে এটিকে দৈত্যের বংশধর বলে উল্লেখ করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।