জীবিকা নির্বাহ করতে নানা পেশায় যুক্ত হচ্ছেন মানুষ। কেউ করছেন চাকরি, কেউ বা করছেন ব্যবসা। তবে জানেন কি? এর বাইরেও মানুষ নানা পেশায় জড়িত। যেমন ধরুন লাইনে দাঁড়িয়ে থাকা। আপনার কাছে বিরক্তিকর হলেও এ উপায়ে অর্থ উপার্জন করছেন অনেকেই। শুনতে অদ্ভুত মনে হলেও তেমনই একটি পেশা হল জড়িয়ে ধরা।
আপনার কাছে এটি বিরক্তিকর হলেও অনেকেই নিয়োজিত আছেন এই পেশায়। প্রিয়জন ছাড়া কাউকে জড়িয়ে ধরা বিব্রতকরও বটে। তবে পেশাদার আলিঙ্গনকারীরা এই কাজটি করছেন খুব স্বাচ্ছন্দ্যে। এটি শুধু তাদের পেশা নয়, সেবারও অংশ। আর এই কাজের জন্য প্রতি ঘণ্টায় হাজার হাজার টাকা আয় করা সম্ভব।
মূলত এটি হচ্ছে স্পর্শ থেরাপি। এটি বেশ গুরুত্বপূর্ণ এবং কষ্টসাধ্য কাজ। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কোনো রোগীকেই টাকার বিনিময়ে জড়িয়ে ধরছেন থেরাপিস্টরা। তবে পুরুষ ও নারী উভয় রোগীর জন্যই আলাদা আলিঙ্গনকারীর ব্যবস্থা রয়েছে স্পর্শ থেরাপি সেন্টারে।
মানসিক অবসাদ দূর করতে, সামাজিক দক্ষতা বৃদ্ধি, উদ্বেগ কমাতে, আগ্রাসন কমাতে, মানসিক চাপ কমাতে এই স্পর্শ থেরাপি বেশ কার্যকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভারতসহ বিশ্বের অনেক দেশেই এই পেশায় থেকে মাসে লাখ লাখ টাকা করছেন অনেকেই। গবেষকদের মতে, একজন মানুষ যখন প্রেম ও স্নেহের অভাব অনুভব করেন, তখন তার আলিঙ্গনের প্রয়োজন হয়। এতে শরীরে হরমোন অক্সিটোসিন নিঃসরণ করে। যা একাকীত্ব ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।