গাইবান্ধার সুন্দরগঞ্জে জসিম উদ্দিন (১৪) নামে এক দোকান কর্মচারীকে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর চিলমারী তিস্তা সেতুর সংযোগ সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিম পূর্ব চন্ডিপুর মালভাঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে। ৫ ফেব্রুয়ারি রাতে তাকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি পাঁচপীর চিলমারী তিস্তা সেতুর সংযোগ সড়কের ময়নার মোড় থেকে প্রায় ২০০ গজ দূরে রাস্তা থেকে ৩০-৩৫ ফুট ভিতরে ফেলে রাখা হয়।
পরদিন সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুমকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জসিমের ফুফাতো ভাই শামরু মিয়া একটি নারী সংক্রান্ত ঘটনার জেরে সন্দেহের বশে তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় পুলিশ শামরু মিয়া ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে জসিম হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক শত্রুতার কারণ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।