খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ (৩৭)কে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময় সভা থেকে ফেরার পথে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ (৩৭) কে দীঘিনালা বাজার থেকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ।
গ্রেফতারকৃত'রা হলেন, উপজেলার মেরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিপদের ছেলে ঘনশ্যাম ত্রিপুরা। পুলিশ সূত্রে জানা যায়, ঘনশ্যাম ত্রিপুরা'রা বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যজন হলেন, থানা পাড়া এলাকার মৃত আলী আকবর এর ছেলে মোঃ এরশাদ (৩৭) ।
গ্রেফতার এর বিষয়'টি নিশ্চিত করেছেন দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন, দুজন কে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।