নওগাঁয় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৯:০৬ অপরাহ্ন
নওগাঁয় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব ঘোষণা

নওগাঁ শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কমিটি গঠনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা’।  


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার বর্তমান সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমদ। নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানও একই সময়ে অনুষ্ঠিত হয়।  


২০২৫ সালের জন্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মাদ সাব্বির আহমদ। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আছেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হুসাইন, এবং প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাকিব।  


এছাড়া দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিল হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক জুনাইদ আহমদ এবং অর্থ ও কল্যাণ সম্পাদক নাহিদ হাসান। বিশ্ববিদ্যালয় শাখার দেখভাল করবেন রবিউল আলম, কওমি মাদরাসা শাখার সম্পাদক হয়েছেন আবু-সাঈদ, আর আলিয়া মাদরাসা শাখার দায়িত্বে থাকবেন আশিকুল ইসলাম।  


স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল্লাহ হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হয়েছেন মুস্তাকিম বিল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন শামীম হাসান।  


নতুন নেতৃত্বের অধীনে আগামী এক বছর নওগাঁ জেলা শাখা তাদের কার্যক্রম পরিচালনা করবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেতারা নতুন কমিটির প্রতি তাদের আস্থা প্রকাশ করেন এবং সকল কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  


ইসলামী ছাত্র আন্দোলনের এই নতুন কমিটি নওগাঁ জেলায় সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণে গুরুত্ব দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সমাপ্ত হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।