৪৭ কেজির এক বাগাইড় মাছ, দাম ৫৯ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে জুন ২০২১ ০১:৫৪ অপরাহ্ন
৪৭ কেজির এক বাগাইড় মাছ, দাম ৫৯ হাজার

পাবনার যমুনার মোহনায় জেলের জালে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে বাগাইর মাছটি ৫৯ হাজারে বিক্রি হয়েছে।




রবিবার (২০ জুন) সকালে পাবনার কাজিরহাট উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জেলে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি কাজিরহাটের তিরোমনি গ্রামের বাসিন্দা। 





জানা গেছে, জেলে কালিদাস হালদার রবিবার সকাল ৮ টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশে অবস্থিত দেলোয়ার হোসেনের মাছের আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। 



পরে উম্মুক্ত নিলামের মাধ্যমে মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৩০০ টাকায় কিনে নেন। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। 




ব্যাবসায়ী নুরু শেখ জানান, মাছটি তিনি উম্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেন।




পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পরিচিত বড় ব্যাবসায়ীর নিকট পাঠিয়ে দেন।তাকে কেনা দাম বলে দিয়েছি। আশা করি তিনি আমাকে কিছু লাভ সহ টাকা পাঠিয়ে দেবেন।




এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান  মাছ পাওয়া যাচ্ছে। 



তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।