সৈকতে প্রস্রাব করলে জরিমানা গুনতে হবে ৭৩ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২১শে জুন ২০২২ ০৮:০৯ অপরাহ্ন
সৈকতে প্রস্রাব করলে জরিমানা গুনতে হবে ৭৩ হাজার টাকা!

ঘুরতে গিয়ে সমুদ্রের পানিতে প্রস্রাব করলে ৭৩ হাজার টাকা জরিমানা করা হবে। স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের শহর ভিগোরের আইন প্রণেতারা এমন আইন করেছেন। খবর দ্য টাইমস ও ডেইলি মেইলের।


দ্য টাইমস জানিয়েছে, ওই সমুদ্র সৈকতের পানিতে প্রস্রাব করাকে ‘স্বাস্থ্যবিধি ও স্যানিটারি নিয়মের লঙ্ঘন’ বলে ঘোষণা দিয়েছে স্থানীয় সিটি কাউন্সিল। পাশাপাশি পর্যটনের মৌসুমে আরও বেশি পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।


শুধু তাই নয়, সৈকতে গ্যাস সিলিন্ডার কিংবা বারবিকিউ নিয়ে গেলে জরিমানার মুখে পড়তে হবে। এমনকি সাবানের ব্যবহারও নিষিদ্ধ।


এ ছাড়া সমুদ্রে বিকিনি পরিহিত পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং মদ খাওয়ার সীমাবদ্ধতার বিষয়েও নতুন আইন করা হয়েছে।


সূত্র: দ্য টাইমস ও ডেইলি মেইল।