সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে আঞ্চলিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল। এছাড়া মৎস্য অধিদপ্তরের উপপরিচালক সরকার আনোয়ারুল কবীর আহমেদ প্রধান আলোচকের ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক রবিউল আউয়াল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানাও কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় মৎস্যজীবী ও মৎস্য চাষীদের নিয়ে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। হাওরের মৎস্য সম্পদের সুরক্ষা ও বৃদ্ধির জন্য প্রকল্পের বিভিন্ন উদ্যোগ এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি মো. আব্দুল ওয়াহেদ মন্ডল তার বক্তব্যে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মৎস্যজীবীদের জন্য কার্যকরী প্রশিক্ষণ এবং সম্পদের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণ কর্মশালার কার্যক্রমে একটি নতুন মাত্রা যোগ করে। উপস্থিত সকলে প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ কর্মশালা মৎস্যজীবী ও চাষীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হয়, যেখানে তারা নিজেদের সমস্যার সমাধান এবং নতুন দিকনির্দেশনা সম্পর্কে জানতে পেরেছেন। অনুষ্ঠান শেষে প্রকল্পের কার্যক্রম নিয়ে আরও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
মৎস্য সম্পদ রক্ষা ও উন্নয়নের জন্য এই ধরনের কর্মশালা প্রয়োজনীয় ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।