রাণীনগরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন
রাণীনগরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা (৬৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দাউদপুর গ্রামের মৃত মকিম মোল্লার ছেলে।  


রোববার রাতে দাউদপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।  


পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগস্ট এক বিএনপি নেতা বাদী হয়ে বিস্ফোরক আইনে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। আব্দুল বারী মোল্লা এই মামলার তদন্তে আসামি হিসেবে শনাক্ত হন।  


ওসি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  


উল্লেখ্য, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাটি রাণীনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বিএনপির পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছিল। তবে আওয়ামী লীগের এই নেতার গ্রেপ্তারের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।  


এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।