হঠাৎ মৃত ব্যক্তির সঙ্গে দেখা ইসরাইলি প্রধানমন্ত্রীর!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০১৯ ০৬:০০ অপরাহ্ন
হঠাৎ মৃত ব্যক্তির সঙ্গে দেখা ইসরাইলি প্রধানমন্ত্রীর!

লন্ডন সফরকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে নয়, সাক্ষাৎ করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সঙ্গে! যিনি কিনা ২০০৭ সালেই মারা গেছেন! রোববার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমনই উদ্ভট মন্তব্য করেন নেতানিয়াহু।

সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ২০০৭ সাল সালেই মারা যান। ভুলবশত বরিস জনসনের জায়গায় বরিস ইয়েলৎসিন বলায় মন্ত্রিসভার সদস্যরা তা শুধরে দেন। তাৎক্ষণিক ভুল স্বীকার করে অনেকটা লজ্জা পান বিনইয়ামিন নেতানিয়াহু।

গত ৫ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ইরানের পরমাণু সংকট ও বিভিন্ন ইস্যু নিয়ে এ সময় কথা বলেন দুই নেতা। সে বৈঠক নিয়েই মন্ত্রীদের ব্রিফ করার সময় এমন ভুল করেন নেতানিয়াহু।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব