মাদক ব্যবসায়ীকে সহযোগীতার দায়ে টিয়া পাখি গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৭শে এপ্রিল ২০১৯ ০২:৫৩ অপরাহ্ন
মাদক ব্যবসায়ীকে সহযোগীতার দায়ে টিয়া পাখি গ্রেফতার!

মাদক কারবারিদের সাহায্য করায় আটক হলো এক টিয়া পাখি। এমন আজব ঘটনাটি ঘটেছে ব্রাজিলের পিয়াউই প্রদেশে। ওই টিয়া পাখির ওপর অভিযোগ, অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করেছে সে। বিবিসি জানিয়েছে, দেশটির পিয়াউই প্রদেশের এক মাদক ব্যবসায়ী তার বাড়িতে ওই টিয়া পাখিটি পোষতেন। ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় ওই মাদক ব্যবসায়ী মাফিয়াচক্রের সদস্য বলে লিখিত ছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জানালা নেই এমন একটি বাড়ির সদর দরজায় পাখিটিকে রেখেছিলেন ওই মাদক ব্যবসায়ী। আর পুলিশ এলেই পাখিটি বলে উঠত, ‘মামেয় পুলিশিয়া। যার অর্থ -পুলিশ এসেছে পালাও। এভাবেই প্রশিক্ষণ দেয়া হয়েছিল তাকে।

সম্প্রতি ওই মাফিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেদিনও যথারীতি ‘মামেয় পুলিশিয়া’ বলে চিৎকার করে টিয়া পাখিটি। তবে এবার পাখিটির সতর্কবার্তায় কাজ হয়নি। মাফিয়াচক্রের মূল হোতা ও এক তরুণীকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে টিয়া পাখিটিকেও আটক করা হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা সেই বাড়িতে অভিযানে যেতেই টিয়া পাখিটি চিৎকার শুরু করে। যে কারণে অপরাধীদের গ্রেফতারে বেশ বেগ পেতে হয় আমাদের। তিনি বলেন, আটকের পর টিয়া পাখিটিকে থানায় নিয়ে আসা হয়। এরপর থেকে একটিও শব্দ করেনি সে। সারাক্ষণ চুপচাপ বসে ছিল। পরে টিয়া পাখিটিকে একটি স্থানীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইনিউজ ৭১/এম.আর