২০২২-এ মোট চারটি গ্রহণ হবে ৷ এদের মধ্যে ২টি সূর্যগ্রহণ ও ২টি চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022) ৷ বছরের প্রথম সূর্যগ্রহণ (Surya Grahan 2022) এপ্রিল মাসেই শুরু হচ্ছে ৷
বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2022) হবে ৩০ এপ্রিল ২০২২ ৷ এই সূর্যগ্রহণ আংশিক, ভারত (India) থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবেনা ৷ যদিও এই গ্রহণের বিশেষ গুরুত্ব ব্যবহারিক জীবনে না থাকলেও জ্যোতিষ মতে এই গ্রহণের বহু প্রভাব আছে ৷
৩০ এপ্রিল (April 2022) মধ্যরাত্রিতে এই গ্রহণ লাগবে ৷ রাত ১২.১৫-তে গ্রহণ লাগবে যা ভোর ০৪.০৮ পর্যন্ত চলবে ৷ দক্ষিণ আমেরিকার (South America) দক্ষিণ-পশ্চিম (South-West America) প্রান্তে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে ৷
আটলান্টিক, আন্টার্কটিকা ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দেখা যাবে ৷ ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ (Solar Eclipse 2022) ও চন্দ্রগ্রহণের (Lunar Eclispe 2022) সময়ে কোনও শুভ কাজ করা উচিৎ নয় ৷
খাবার বা পানীয় পান করা উচিৎ নয় ৷ মন্দির বা ধর্মস্থান অথবা বাড়ির পুজোও বন্ধ রাখা হয় এই সময়ে ৷ তবে এই সূর্য বা চন্দ্রগ্রহণের প্রভাবে ১২টি রাশিই প্রভাবিত হয়েছে ৷
যদিও এই গ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা ৷ ৩০ এপ্রিল সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির উপরে পড়বে ৷ বেশ কিছু রাশির উপরে খারাপ প্রভাব পড়বে তো বেশ কিছু রাশির উপরে ভাল প্রভাব বাড়বে ৷
জ্যোতিষশাস্ত্র মতে বৃষ (Scorpio), কর্কট (Cancer), ধনু (Saggitariaus) রাশির জন্য সূর্যগ্রহণ অত্যন্ত শুভ থাকবে ৷
Disclaimer: এইগুলি শুধুই তথ্য, বিভিন্ন তথ্যের উপরে দাঁড়িয়েই প্রকাশিত, নিজের বিচার বুদ্ধি বলে সিদ্ধান্ত নিন ৷ নিউজ ১৮ বাংলা প্রচার করেনা কোনও রকমের কুসংস্কার ৷
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।