হিলি সীমান্তে দু-দেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০১৯ ০৮:১১ অপরাহ্ন
হিলি সীমান্তে দু-দেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দু-দেশের আমদানি-রপ্তানিকারক,বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার হিলি সীমান্তের শুন্যরেখায়  বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী দু-দেশের ব্যবসায়ীদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আমদানি-রপ্তানিকারক গ্রুপের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট, আমদানিকারক মামুনুর রশিদ (লেবু), সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ন-সাধারন সম্পাদক হানিফ লস্কর, পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, ভারতীয় এক্সপোটার্স এন্ড কাস্টমস কিয়ারিং এজেন্টের সভাপতি আলাউদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক স্বর্নমজুমদার, সহ-সাধারণ সম্পাদক অশিক দাশ, কোষাধক্ষ্য পার্শ্ব কর্মকার প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব