সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে আজ শনিবার (৪ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজার কারণে দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্দর কার্যক্রম বন্ধ রাখেন।
তিনি আরও বলেন, “ছুটি শেষে শনিবার সকাল থেকেই পূর্বের নিয়মে ভারতের হিলি বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে এবং এখান থেকেও পণ্য রপ্তানি শুরু হবে। দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।”
বন্দর কর্তৃপক্ষ জানায়, ছুটি চলাকালে বন্দর এলাকার নিরাপত্তা নিশ্চিত রাখতে সার্বক্ষণিক পুলিশি টহল ও কাস্টমস কার্যক্রমের ন্যূনতম প্রস্তুতি বজায় ছিল। ফলে কার্যক্রম পুনরায় শুরুতে কোনো বাধা থাকবে না বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ছুটিতে বন্দর এলাকায় পণ্যবাহী যানবাহন আটকে থাকায় বাণিজ্যিক ক্ষতি হয়েছে। কার্যক্রম শুরু হলে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।