বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত থেকে ৩১৭ ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এদিন দুদেশের মধ্যে পাসপোর্টধারী ২,১১৯ জন যাত্রী যাতায়াত করেছেন। বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দরের তথ্যমতে, ভারত থেকে ২৭৩ ট্রাক পণ্য আমদানি হয়। একই সময়ে ভারতে রফতানি হয়েছে ৪৪ ট্রাক পণ্য। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য ও যাতায়াত অর্ধেকের নিচে নেমে এসেছে, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকাল ৬টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল রুটে ২,১১৯ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ভারতে যাত্রা করেছেন ১,১৫১ জন এবং ভারতে থেকে ফিরেছেন ৮৬৮ জন।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ৭ অক্টোবর ভারত থেকে ১০০টি ট্রাক্টর রেলপথে আমদানি হয়, তবে এরপর আর কোনো পণ্য রেলপথে আসেনি। এছাড়া ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।