নারী উদ্যোক্তা তনির আবেগঘন স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: শুক্রবার ১৭ই জানুয়ারী ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
নারী উদ্যোক্তা তনির আবেগঘন স্ট্যাটাসে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন

সোশ্যাল মিডিয়ায় আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি তার স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের মন ছুঁয়েছেন। গত ১৫ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে শাহাদাৎ হোসাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তনি ফেসবুকে স্বামীর মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের জন্য একা করে চলে গেছে।’ পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুভাকাঙ্ক্ষীরা তার স্ট্যাটাসে শোক প্রকাশ করে দোয়া করেন।


স্বামীর মরদেহ নিয়ে দেশে ফেরার পথে, ১৬ জানুয়ারি সকালে তনি আরেকটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘সেইম ফ্লাইটে আমরা দু’জন, কিন্তু আমি সিটে বসে আর তুমি...!’ তিনটি কান্নার ইমোজি যুক্ত করা সেই স্ট্যাটাসে তার গভীর বেদনা প্রকাশ পায়। এরপর তিনি স্বামীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।’ তনির এই আবেগঘন স্ট্যাটাসগুলো নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


শাহাদাৎ হোসাইন গত বছরের অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেই সময় তনি ফেসবুকে স্বামীর জন্য জীবনের কঠিন সময় পার করার কথা জানান। তিনি লিখেছিলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এনে ব্যাংককে চিকিৎসার জন্য এনেছি। সবকিছু অনিশ্চিত হলেও আল্লাহর বিশেষ রহমতের আশায় আছি।’ 


তনির স্বামী শাহাদাৎ একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাদের বৈবাহিক জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় সমালোচনা করা হলেও তনি সবসময় দৃঢ়ভাবে নিজেদের সম্পর্কের পক্ষে অবস্থান নেন। শাহাদাৎ তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছিল। পরে শাহাদাৎকে বিয়ে করেন তিনি।


তনির স্বামীর মৃত্যুতে তার ব্যক্তিগত জীবনের দুঃখগাঁথা এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। তনির সাহসী অবস্থান এবং স্বামীর প্রতি তার ভালোবাসা অনেককেই অনুপ্রাণিত করেছে। শাহাদাৎ হোসাইনের মৃত্যুতে পরিবার ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তনি তার স্বামীর মৃত্যুতে যে আবেগ প্রকাশ করেছেন, তা নেটিজেনদের মনে গভীর প্রভাব ফেলেছে।


সোশ্যাল মিডিয়ায় তনির স্বামীকে নিয়ে দেওয়া বিভিন্ন স্ট্যাটাসে তার ভালোবাসা ও শোক স্পষ্ট ফুটে উঠেছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করেছে যে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ কখনো কখনো জনমনে গভীর প্রভাব ফেলতে পারে। তনি তার স্বামীকে হারানোর পরেও সাহসিকতার সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।