নওগাঁয় বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই জানুয়ারী ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন
নওগাঁয় বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।  


সমিতির সভাপতি সাব্বির আনসারীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক চয়ন মোল্লা, অর্থ সম্পাদক নিরেন সাহা প্রমুখ। বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এই তিনগুণ বৃদ্ধি রেস্তোরাঁ ব্যবসার জন্য বড় ধরনের জুলুম। তাদের দাবি, ভ্যাটের হার ৫% থেকে কমিয়ে ৩% নির্ধারণ করতে হবে।  


বক্তারা আরও বলেন, ভ্যাট বৃদ্ধির পাশাপাশি সম্পূরক শুল্কের ১০% হারও বহাল রয়েছে। এর ফলে রেস্তোরাঁ খাত বড় সংকটের মুখে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।  


মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় রেস্তোরাঁ মালিকরা বড় ধরনের আর্থিক চাপের মধ্যে পড়েছেন। এর প্রভাব সাধারণ ভোক্তাদের ওপরও পড়ছে। বক্তারা সরকারের প্রতি দ্রুত এই সমস্যার সমাধানের আহ্বান জানান।  


মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে তাদের দাবি সম্বলিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।  


রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ব্যবসা টিকিয়ে রাখতে হলে সরকারকে দ্রুত ভ্যাট ও শুল্ক কমাতে হবে। অন্যথায় দেশের ছোট-বড় অনেক রেস্তোরাঁ বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।  


স্থানীয় প্রশাসন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। তবে রেস্তোরাঁ মালিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।  


উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় রেস্তোরাঁ মালিক সমিতি একই ধরনের কর্মসূচি পালন করছে। এই দাবির প্রতি ব্যবসায়ী মহল ও সাধারণ জনগণের সমর্থনও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।