দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ছাতনী চারমাথা হাট-বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ আতাউর রহমান সভাপতি, মোঃ দলিল উদ্দিন মন্ডল সাধারণ সম্পাদক এবং আব্দুস সবুর আকন্দ ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) পূর্ব তফসিল অনুযায়ী ছাতনী চারমাথা বাজারে মনোরম পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী সন্ধ্যার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রতিটি পদে দুইটি করে ভোট বাতিল হয়েছে বলে জানান নির্বাচনী কর্মকর্তা।
সভাপতি পদে মোঃ আতাউর রহমান (হরিণ প্রতীক) ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছমির উদ্দিন (হাতি প্রতীক) পান ৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ দলিল উদ্দিন মন্ডল (আনারস প্রতীক) ৭৯ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ফেরদৌস রহমান (ডাব প্রতীক) পান ৩৯ ভোট।
ক্যাশিয়ার পদে আব্দুস সবুর আকন্দ (গাছ প্রতীক) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর (খাতা কলম প্রতীক) পান ৫২ ভোট।
নবনির্বাচিত সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, হাট-বাজার সমিতির উন্নয়নে সবার সহযোগিতা এবং পরামর্শের মাধ্যমে কাজ করার প্রত্যাশা রাখেন।
নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা নিশ্চিত করায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।