শোকদিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১৫ই আগস্ট ২০২২ ০৫:০৪ অপরাহ্ন
শোকদিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

জাতীয় শোকদিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


সোমবার সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।


তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়ের সুচনা হয়। সেই দিন কেবল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। শোকাবহ দিনটি উপলক্ষে হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।  


হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান বলেন, দু'দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।