দৌলতদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে 'হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন'

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
দৌলতদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে 'হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন'

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন"। সোমবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।  


সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন নিজেই ক্ষতিগ্রস্ত শহিদুল শেখের পরিবারের হাতে ১০ হাজার টাকা নগদ অর্থ, দুটি লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাল, কাঁচাবাজার এবং শুকনা খাবার প্রদান করেন। এসময় সংগঠনের সদস্য সিরাজুল ইসলাম, সুলতান মাহমুদ, শামসুল হক, মো. আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম এবং আলআমিন উপস্থিত ছিলেন।  


গত ২৭ ডিসেম্বর বিকালে শহিদুল শেখের বাড়ির রান্নাঘর থেকে সৃষ্ট আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং দুটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  


এই দুর্ঘটনায় নিঃস্ব হয়ে পড়া শহিদুল শেখের পরিবারকে সহায়তার জন্য "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন"-এর এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে। স্থানীয়রা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, এমন মানবিক উদ্যোগ তাদের সংকট মোকাবিলায় সহায়ক হবে।  


অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে শহিদুল শেখের পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্বেচ্ছাসেবী সংগঠনটির সহায়তা কিছুটা হলেও তাদের পুনর্বাসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।