চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া মঙ্গলবার রাতে

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া মঙ্গলবার রাতে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন। রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  


রবিবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের নেতারা লন্ডন যাত্রা এবং চিকিৎসার বিষয়ে তাকে পরামর্শ দেন।  


মির্জা ফখরুল জানান, মঙ্গলবার রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ সফরে তার চিকিৎসার পাশাপাশি কিছু পারিবারিক কার্যক্রমও সম্পন্ন হবে।  


খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।  


দলের নেতারা জানান, লন্ডনে থাকাকালীন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তার শারীরিক অবস্থা নিয়ে দলের চিকিৎসকরা বিস্তারিত পর্যবেক্ষণ করবেন।  


বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্তে দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।  


প্রসঙ্গত, এর আগেও খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। তবে এবারের সফরটি তার দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।