দিনাজপুরের হাকিমপুর হিলিতে নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুবকদের অন্তর্ভুক্তিকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায়, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও আস্থা প্রকল্প এবং ডেমোক্রেসিস ওয়াচের বাস্তবায়নে এই সভাটি হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন স্কুলের কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল সালাম শাহ। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা ডেমোক্রেসিস ওয়াচ সমন্বয়কারী মো. কামরুজ্জামান, জেলা ডেমোক্রেসিস ওয়াচের সিনিয়র ফিল্ড অফিসার মিরাহম্মদ নাজমুল ইসলাম, হাকিমপুর উপজেলা শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এস এম আওলাদ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব।
সভায় বক্তারা বলেন, যুবকদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির জন্য নাগরিক প্ল্যাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে, তবে এসব উদ্যোগ সফল করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সভায় যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সভার মাধ্যমে হাকিমপুর উপজেলা ও আশেপাশের যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হয়েছে বলে জানানো হয়।
এ অনুষ্ঠানটি যুবকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, তাদের সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।