হিলিতে কাঁচা মরিচের কেজি ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৬ই অক্টোবর ২০২১ ০৫:৪৩ অপরাহ্ন
হিলিতে কাঁচা মরিচের কেজি ৬০ টাকা

দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। মাত্র চার দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।


শনিবার(১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে দেশীয় কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আর এসব মরিচ আসছে নওগাঁ জেলা থেকে। সরবরাহ বেড়ে যাওয়ায়  চার দিনের ব্যবধানে মরিচের দাম কমতে শুরু করেছে। গেলো চারদিন আগে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।


হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আরাফাত হোসেন জানান,হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির পরেও দাম কমেনি তবে আমদানি বন্ধ থাকা অবস্থায় কাঁচা মরিচের দাম কমতিছে। তাহলে আমদানি করে লাভ কি।কাঁচা মরিচের দাম এমন কম থাকলে আমাদের জন্য ভালো। 


হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মিঠু হাসান  বলেন,হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাজারে এলসির কোন কাঁচা মরিচ নেই, যা আছে সব দেশী মরিচ। বাজারে মরিচের সরবরাহ বাড়ার কারনে কিন্তু দামও অনেক কমে গেছে।দেশের বিভিন্ন স্থানে খরা মৌসুমের কারনে কাঁচা মরিচ উঠতে শুরু করেছে যে কারনে দামও কমে যাচ্ছে।