আমদানি-রপ্তানি বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ২৪শে সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৮ অপরাহ্ন
আমদানি-রপ্তানি বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি গতিশীল করতে এবং বন্দরের নানা সমস্যা নিয়ে হিলি সীমান্তের শূন্য রেখায় ভারত-বাংলাদেশ ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় জিরো পয়েন্টেরর ভারতীয় অভ্যন্তরে ঘন্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বৈঠকে ভারতীয়  এ্যাসোসিয়োশনের সভাপতি আলাউদ্দিন ও সাধারন সম্পাদক ধিরাশ অধিকারীসহসহ বাংলাদেশের হিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি আব্দুর রহমান লিটন ও সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্তসহ ২০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত  সাংবাদিকদের জানান, ভারতীয় ব্যবসায়ীদের সাথে ৫ টি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারা সবকয়টি বিষয় মেনে নিয়েছে। এতে করে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি যেমন বৃদ্ধি পাবে সেই সাথে সরকারের রাজস্বও বৃদ্ধি হবে আমরা আশাবাদী।