নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। রোববার (২২ ডিসেম্বর) আসামিদের রিমান্ড শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, আসামিরা হলেন মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরী (১৯)। গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেট কারের চাপায় বুয়েটের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই নিহত হন। তার সহপাঠী মেহেদী হাসান খান এবং অমিত সাহা গুরুতর আহত হন।
ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। পুলিশ ঘটনাস্থল থেকে মামুন, মিরাজুল এবং আসিফকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের ডোপ টেস্টে মুবিন আল মামুন এবং মিরাজুল করিমের ফল 'পজিটিভ' আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শনিবার রাতে রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান এ মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পর প্রাইভেট কারটি তল্লাশি করা হলে একটি বিদেশি মদের খালি বোতল এবং একটি ক্যান বিয়ার পাওয়া যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকালে নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ঘটনার সময় মুহতাসিম তার দুই বন্ধু মেহেদী এবং অমিতের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হন। তারা ৩০০ ফুট সড়কের নীলা মার্কেটে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। তবে, চেকপোস্টের কাছে পৌঁছালে বেপরোয়া গতির একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং মেহেদী ও অমিত আহত হন।
এদিকে, এই দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করে বুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আশা করছেন, আসামিদের উপযুক্ত শাস্তি প্রদান করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আদালত কর্তৃক আসামিদের রিমান্ড মঞ্জুর হওয়ায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং দ্রুত অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।