বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে তালা উপজেলার মাঝিয়ারার শ্মশান এলাকার কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া গেছে রাবেয়া বেগম (৭০) হিসেবে, যিনি উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা সকালে কপোতাক্ষ নদের পাড়ে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত রাবেয়া বেগমের ছেলে আব্দুর রহিম জানান, গত ১৯ নভেম্বর তার মা বাসা থেকে হারিয়ে যান। রাবেয়া বেগম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, ফলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি পরিবারের সদস্যদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাইকিংয়ের মাধ্যমে মা’র সন্ধান চালালেও কোনো খোঁজ মেলেনি।
এদিন সকালে ফেসবুকে খবর আসে যে কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসছে। আব্দুর রহিম ওই স্থানে গিয়ে মায়ের লাশ দেখে শনাক্ত করেন। তিনি জানান, "মায়ের মুখমণ্ডল দেখে চেনার উপায় ছিল না, শরীর ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রবারের চুরি এবং কোমরে লাল ব্যাগ দেখে আমি নিশ্চিত হই, এটি আমার মা'র লাশ।"
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে লাশের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসী শোকসন্তপ্ত, এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।