কোনোভাবেই যখন পেঁয়াজের দাম কমছেন না তখন সমুদ্রপথে দেশে আসতে শুরু করেছে বড় শিল্পগুলোর আমদানিকারকদের পেঁয়াজ। এরইমধ্যে চট্টগ্রামভিত্তিক বিএসএম গ্রুপ ৭০০ টন; ঢাকার মেঘনা গ্রুপ এনেছে ৮০০ টন। এই দুই প্রতিষ্ঠানের বাইরে ছোট আমদানিকারকদের পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে একাধিক জাহাজ। ধারণা করা হচ্ছে ডিসেম্বর থেকে নিয়মিতই পেঁয়াজ আসবে চট্টগ্রাম দিয়ে।
চট্টগ্রাম বন্দর দিয়ে প্রথমবার বড় পেঁয়াজের চালান আমদানির পর বুধবার ও বৃহস্পতিবার সারাদিনই আলোচনার বিষয় ছিল বিএসএম গ্রুপের পেঁয়াজ। আজ খাতুনগঞ্জে পৌঁছার পর বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। আজ চীনের পেঁয়াজের দাম কেজি ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। মিয়ানমারের পেঁয়াজের দামও কেজি ১০ টাকা কমেছে।
জানতে চাইলে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, আমরা পেঁয়াজ আমদানি করি না; সরকারের অনুরোধে সাড়া দিয়েই এই পেঁয়াজ এনেছি। বৃহস্পতিবার রাতে বন্দর থেকে ছাড় নিয়ে ২০০ টন পেঁয়াজ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছেছে; শুক্রবারও পৌঁছবে আরও ৫০০ টন। আসার পথে রয়েছে আরও পেঁয়াজ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।