পিরোজপুরে গণপূর্ত বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৮:১৮ অপরাহ্ন
পিরোজপুরে গণপূর্ত বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান এর আয়োজনে জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহামুদ সৈকত।  


এই প্রীতি ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: বেল্লাল ভুঁইয়া ও মো: এমাদুল। এছাড়া খেলায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল সেখ ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।  


গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান বলেন, "এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের খেলার মাঠে নিয়ে আসতে চাই, যাতে তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং খেলার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো।"  


এদিনের ফুটবল ম্যাচে দুটি দল—পদ্মা একাদশ এবং বলেশ্বর একাদশ অংশগ্রহণ করে। খেলার শেষে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের উৎসাহিত করা হয়।  


এমন আয়োজনের মাধ্যমে পিরোজপুরে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।