বাংলাদেশের ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব ইদ উপহার ঘোষণা করেছে শাওমি। অফারের আওতায় রেডমি গো, রেডমি ৬এ, মি এ২ সহ নির্দিষ্ট স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার ও মূল্যছাড়। ক্রেতারা মি এ২ (৪+৬৪জিবি) কিনে ৩০০০ টাকা মূল্যছাড় পাবেন। ছাড়ের পর এই মডেলটির মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। রেডমি ৬এ (২+১৬জিবি) ভার্সনের ফোনটিতে ৫০০ টাকা মূল্যছাড়ের পরি বিক্রি হচ্ছে ৮ হাজার ৯৯৯ টাকায়। রেডমি গো ফোনের সঙ্গে একটি টি-শার্ট ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া বাংলালিংক সাবস্ক্রাইবাররা যেকোন শাওমি স্মার্টফোন কিনলে পাবেন প্রতি মাসে ১ জিবি করে ১২ মাসে মোট ১২জিবি ফ্রি মোবাইল ডাটা।১৫ মে থেকে চালু হওয়া অফারটি দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত বিক্রয়কেন্দ্র, পার্টনার স্টোরে এবং সকল রিটেইল স্টোরে পাওয়া যাবে। শাওমির ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, ‘আমাদের সকল মি ভক্তদের জন্য ঈদ স্পেশাল অফার নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আশা করছি, এই উদ্যোগ অনেস্ট প্রাইসে আমাদের উন্নত ফিচারের স্মার্টফোনকে গ্রাহকের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।