সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল’ সম্পর্কিত খবরটি সঠিক নয়। তিনি শনিবার (৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।
হুমায়ুন কবির জানান, টিসিবির বর্তমানে ১ কোটি ফ্যামিলি কার্ড রয়েছে, এর মধ্যে ৫৭ লাখ স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে এবং বাকি ৪৩ লাখ কার্ড এখনও রূপান্তরের প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, যদি কোনো কার্ডে অনিয়ম ধরা পড়ে তবে সেটি বাতিল করা হবে, তবে বর্তমানে সব কার্ডধারী পণ্য নিতে পারছেন।
এছাড়া, তিনি উল্লেখ করেন যে একাধিক কার্ডধারীর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। অনেক কার্ডধারী একাধিকবার এনআইডি ব্যবহার করে ঢাকায় এবং নিজ গ্রামের বাড়িতে দুটি কার্ড গ্রহণ করেছেন, যা পরবর্তীতে বাতিল করা হবে।
হুমায়ুন কবির আরও জানান, স্মার্ট ফ্যামিলি কার্ড প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে একটি পরিবারের জন্য একটি মাত্র কার্ড বরাদ্দ নিশ্চিত করা। এছাড়া, কিছু অঞ্চলে স্থানীয় প্রশাসনের অনুপস্থিতির কারণে পণ্য বিতরণে পর্যবেক্ষণ সমস্যা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি টিসিবির ট্রাকের পণ্য বিতরণ পদ্ধতিও ব্যাখ্যা করেন। প্রতি ট্রাকে ৩৫০ পরিবারের জন্য পণ্য বরাদ্দ থাকে এবং যারা টোকেন পান না, তারা পরদিন আবার আসতে বলেন।
রামজান মাসে টিসিবি থেকে ৫টি পণ্য (তেল, চিনি, ছোলা, খেজুর, ডাল) বিক্রি করা হবে এবং সিটি করপোরেশনের বাইরে খেজুর ছাড়া ৪টি পণ্য বিক্রি করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।