হিলি স্থলবন্দরে তিন দিনে খালাস ৪ হাজার মেট্রিক টন চাল

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ২রা সেপ্টেম্বর ২০২২ ০৮:০০ অপরাহ্ন
হিলি স্থলবন্দরে তিন দিনে খালাস ৪ হাজার মেট্রিক টন চাল

সরকারি সিদ্ধান্ত মোতাবেক চালের শুল্ককর কমানোর পর গত তিনদিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১১১টি ভারতীয় ট্রাক থেকে ৪ হাজার ৪৪০ মেট্রিকটন চাল খালাস করা হয়েছে। 


বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ।  


তিনি জানান, গত রোববার সরকার চাল আমদানিতে শুল্ককর কমিয়ে ৫ শতাংশ করে। কিন্তু কাগজপত্র জটিলতার কারণে সোমবার চাল খালাস করতে পারেননি আমদানিকারকরা। ফলে মঙ্গলবার থেকে চাল খালাস শুরু হয়। চাল খালাসের শুরু থেকে গত ৩ দিনে ১১১টি ভারতীয় ট্রাক থেকে ৪ হাজার ৪৪০ মেট্রিক টন চাল খালাস করা হয়েছে। গত মঙ্গলবার ৩০টি ভারতীয় ট্রাক থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন, বুধবার ৫১টি ট্রাক থেকে ২ হাজার ৪০ মেট্রিক টন এবং বৃহস্পতিবারে ৩০টি ট্রাক থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন চাল খালাস করা হয়েছে বলে জানান তিনি। 


হিলি বাজারের চাল ব্যবসায়ী বাবুল মন্ডল বলেন, শুল্ক কমানোর পর বাজারে এখনও আমদানিকৃত ভারতীয় চাল আসেনি। আশা করছি আমদানিকৃত চাল বাজারে আসলে চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমে যাবে বলে আশা করছি।