হিলি বন্দরে ভারত থেকে রেলপথে এলো ভুট্টা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ২রা জুলাই ২০২২ ০৬:১৮ অপরাহ্ন
হিলি বন্দরে ভারত থেকে রেলপথে এলো ভুট্টা

দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রেলপথে ১ হাজার ৫৬৪ মেট্রিকটন আমদানিকৃত ভুট্টা বোঝাই ওয়াগেন এসে পৌঁচেছে। 


রেলপথে ২৭টি ওয়াগনে করে এসব ভুট্টা হিলি রেলস্টেশনে পৌঁছায়। এতে ভাড়া বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫ লাখ ২০ হাজার ৮৬৮ টাকা।


শনিবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। 


তিনি বলেন, গত বৃহস্পতিবার (৩০ জুন) হিলি রেলস্টেশনে ভারত থেকে রেলপথে আমদানি করা ভুট্টা এসেছে। ভুট্টাগুলো আমদানি করেছে হিলির মেসার্স সুমন নামের আমদানিকারক প্রতিষ্ঠান।


হিলি স্থলবন্দরের মেসার্স সুমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুমন মন্ডল বলেন, দেশের বাজারে ভূট্রার ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ফিড মিলগুলোতে এসব ভূট্রার চাহিদা বেশি। ভারত থেকে রেলপথে ২৭ টি ওয়াগনে ১ হাজার ৫৬৪ মেট্রিকটন ভূট্রা এসে পৌঁচেছে। এগুলো দেশের বিভিন্ন ফিড মিলে পাঠানো হবে।