ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৃৎশিল্প প্রদর্শনী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ ০৪:৪৭ অপরাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৃৎশিল্প প্রদর্শনী উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহ ব্যাপি মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।


বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রহুল কে এম সালেহ ও শিল্পী শহীদুল হাসানসহ প্রমুখ।


মৃৎশিল্প প্রদর্শনীর সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ  মাহবুবুর রহমান বলেন, 'মৃৎশিল্প (পোড়ামাটির গহনা) বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িত।পোড়ামাটির তৈজসপত্রেও অনেক গুনা গুণ রয়েছে। বতর্মানে এই শিল্পটি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের উচিত এই শিল্পকে বাচিয়ে রাখা এবং নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক কাজে প্লাস্টিক বর্জন করে মৃৎশিল্পের তৈজসপত্রের ব্যবহার ও ব্যাপকতা ছড়িয়ে দেওয়া।'