প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:৩৬
পবিত্র ঈদুল ফিতরের টানা নয় দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সকল অফিস-আদালত খুলছে। একই সঙ্গে খুলছে ব্যাংক, বিমা, আদালতসহ সব আর্থিক প্রতিষ্ঠান। যদিও অনেক বেসরকারি অফিস ইতোমধ্যেই খুলেছে, তবে ঈদের পর সরকারি পর্যায়ে আজ থেকেই পুরোদমে শুরু হচ্ছে কর্মব্যস্ততা।
রমজান মাসে বিশেষ সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চালু থাকলেও আজ থেকে আগের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিসের কার্যক্রম। একই নিয়মে পরিচালিত হবে উচ্চ আদালত, নিম্ন আদালত ও ব্যাংক-বিমার কার্যক্রমও।
এবারের ঈদে সরকারি ছুটি শুরু হয়েছিল ২৮ মার্চ শবে কদরের ছুটি দিয়ে। এরপর ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ছিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। ৩ এপ্রিল ছিল অফিস খোলা থাকলেও শেষ মুহূর্তে নির্বাহী আদেশে তা বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৪ ও ৫ এপ্রিল পড়ে যায় নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে দীর্ঘ নয় দিনের ছুটি কাটিয়ে আজ থেকে আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।
এদিকে ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে প্রায় ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ জন মোবাইল সিমধারী ঢাকার বাইরে গিয়েছেন। যদিও এই সংখ্যায় শিশু ও বয়স্কদের হিসাব নেই, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে প্রায় ৪৪ লাখ সিমধারী ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছে বিটিআরসি।
দীর্ঘ ছুটির পর আজ অফিস-আদালত খুললেও রাজধানীতে এখনও পুরোপুরি স্বাভাবিক ভিড় দেখা যায়নি। অনেকেই ঈদের পর আরও দু-একদিন গ্রামে থাকার সুযোগ নিয়েছেন। তবে যান চলাচল ও অফিস আদালতের পরিবেশে ধীরে ধীরে পুরনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।