প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৫৪
বাংলা নববর্ষ ১৪৩২ বরণে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠান সাজানো হয়েছে প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে। পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নববর্ষকে স্বাগত জানাবে ছায়ানট।