বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত ইউপি আ’লীগ সভাপতিসহ ৬ আসামীর রিমান্ডে আনার পর রোববার দুপুরে দেবীদ্বার থানা থেকে তোলা ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার দেবীদ্বারে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত বৃহস্পতিবার (২৯ মে) দেবীদ্বার থানা পুলিশ কুমিল্লা ৪ নং আমলী আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি মামলার প্রধান আসামি এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সরকারকে এক দিনের রিমান্ডে এবং বাকি ৫ আসামিকে ২ দিনের করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে পাঠানো বাকি পাঁচ আসামি হলেন—সুলতানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য কাউছার সরকার (৩৩), উপজেলা যুবলীগের সদস্য আবু কাউছার (২৮), রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য আনিস মেম্বার (৩৮), বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া (৩০) এবং এসএ সরকারী কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য নাঈম হাসান সরকার (২৪)।
রিমান্ড মঞ্জুরের পর শনিবার (৩১ মে) তাদের দেবীদ্বার থানায় এনে রুবেল হত্যা মামলাসহ আরও কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
রোববার (১ জুন) একদিনের রিমান্ড শেষে মো. সিরাজুল ইসলাম সরকারকে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বাকি পাঁচ আসামিকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সোমবার (২ জুন) তাদেরও আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে মামলার তদন্ত আরও জোরদার করা হবে।