কক্সবাজারে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
কোস্ট গার্ড ডেস্ক
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন
কক্সবাজারে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছে এবং ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়েছে।  


এটি ঘটে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে, টেকনাফের নাফ নদী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কোস্ট গার্ড কর্তৃপক্ষ মাদক পাচারের তথ্য পেয়ে অভিযান শুরু করে। এই সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়।  


গোলাগুলির সময় এক মাদক কারবারি নিহত হয়। এ ঘটনার পর কোস্ট গার্ড ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক এ ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, গোলাগুলির পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তদের আটক করা হয়। তিনি আরও বলেন, মাদক পাচারের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।  


টেকনাফের মতো সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের ঘটনায় সম্প্রতি আরো বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যার ফলে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।