প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঝালকাঠির দুটি আসনে বিএনপির মধ্যে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা ও গুঞ্জনের কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। ২০২৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে এই আসন থেকে নির্বাচিত হন। সেই সময় রাজাপুর ও কাঁঠালিয়ার একাধিক বিএনপি নেতাকর্মীও আওয়ামী লীগে যোগ দেয়, ফলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
